জেসিআই বাংলাদেশ আয়োজিত সিওয়াইই বাংলাদেশ বুটক্যাম্প ও পিচিং ইভেন্ট

ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৮:৫৭ পিএম

জেসিআই বাংলাদেশ আয়োজিত সিওয়াইই বাংলাদেশ বুটক্যাম্প ও পিচিং ইভেন্ট
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ আয়োজন করেছে ক্রিয়েটিভ ইয়াং অন্টাপ্রেনর (সিওয়াইই) বাংলাদেশ ২০২৫ – শীর্ষ ৩০ বুটক্যাম্প ও পিচিং ইভেন্ট, যা অনুষ্ঠিত হয়েছে হোটেল ক্রাউন প্লাজা, ঢাকা-তে।
শুক্রবার (২৩ মে) দিনব্যাপী আয়োজনটি বাংলাদেশের প্রতিশ্রুতিশীল তরুণ উদ্ভাবকদের একত্র করে তাদের উদ্যোগকে পরিশীলিত, উপস্থাপন এবং পিচ করার সুযোগ করে দেয়।
সারা দেশ থেকে প্রাপ্ত শত শত স্টার্টআপ আবেদন পর্যালোচনা করে কঠোর অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত করা হয় শীর্ষ ৩০। এই উদ্যোক্তারা অংশগ্রহণ করেন একটি শক্তিশালী বুটক্যাম্পে এবং পরে তাদের উদ্যোগ উপস্থাপন করেন গুণী বিচারকমণ্ডলীর সামনে। এর মধ্যে থেকে উঠে আসে শীর্ষ ৮ ফাইনালিস্ট, যারা এখন জেসিআই আসপ্যাক সিওয়াইই রাউন্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মঙ্গোলিয়ায় — এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অন্যান্য শীর্ষ স্টার্টআপ দলের সঙ্গে।
এই বুটক্যাম্পে প্রশিক্ষণ প্রদান করা হয় স্টার্টআপদের জন্য প্রযোজ্য আইনগত ও নীতিগত বিষয়, উচ্চমানের পিচ ডেক তৈরি, বিনিয়োগকারীদের সাথে সংযোগ স্থাপন, ধারণা থেকে বাস্তবায়ন, স্কেলযোগ্য গ্রোথ সিস্টেম এবং উদ্যোক্তা ব্র্যান্ডিং ও দৃশ্যমানতা নিয়ে। প্রশিক্ষক হিসেবে ছিলেন– সাদিয়া হক (শেয়ারট্রিপ), মোঃ জিয়াউল হক ভূঁইয়া (শপআপ), বিপ্লব ঘোষ রাহুল (ইকুরিয়ার), মুহাম্মাদ আলতামিশ নাবিল (ইউনেট), ব্যারিস্টার রাফিউর রহমান মেহেদী এবং নাহিদ হাসান (বিজস্কোপ)।
বিচারকমণ্ডলীতে ছিলেন– ফাহিম মাশরুর (প্রতিষ্ঠাতা, বিডিজবস), আরিফুল হাসান অপু (প্রধান নির্বাহী, ই-সফট), সিদ্ধার্থ গোস্বামী (অপারেশন প্রধান, আইডিয়া প্রকল্প), শাহীন সিয়াম (প্রধান কৌশল কর্মকর্তা, শপআপ), এবং জিশান কিংশুক হক (প্রধান যোগাযোগ কর্মকর্তা, ইউসিবি)।
জেসিআই বাংলাদেশ-এর জাতীয় সভাপতি কাজী ফাহাদ বলেন, সিওয়াইই শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি দেশের মেধাবী তরুণদের তুলে ধরার একটি জাতীয় উদ্যোগ। ইভেন্ট উপদেষ্টা ও জাতীয় সভাপতির উপদেষ্টা তাহসিন আজিম শেজান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে এই স্টার্টআপগুলোকে আন্তর্জাতিক সুযোগের মুখোমুখি করা, আর এই মঞ্চই তাদের সেই দরজা খুলে দিয়েছে।”
জাতীয় নির্বাহী সহসভাপতি ও সিওয়াইই কান্ট্রি চেয়ারপার্সন মুহাম্মাদ আলতামিশ নাবিল বলেন, আমরা এমন একটি মঞ্চ কল্পনা করেছি যেখানে আবেগ ও উদ্দেশ্যের মিলন ঘটে। এই ৩০টি স্টার্টআপ প্রমাণ করেছে — বাংলাদেশের তরুণরা বৈশ্বিক উদ্ভাবনের নেতৃত্ব দিতে প্রস্তুত।
এই ইভেন্টের সহ-সমন্বয়কারী ও জেসিআই বাংলাদেশ ডিজিটাল কমিটির চেয়ারপারসন ছিলেন ফারহানা মাখনুন সাবা। আয়োজনটি উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।