Logo
Logo
×

সারাদেশ

লালমনিরহাট সীমান্তে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Icon

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০২:১৩ পিএম

লালমনিরহাট সীমান্তে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবারও বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৯ মার্চ) রাত ১টার দিকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া সীমান্তে ৯১৩ পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহতরে নাম মুরুলী চন্দ্র বর্মণ। তিনি কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বালাপাড়া এলাকার সুশীল চন্দ্র বর্মণের ছেলে। আহতরা হলেন একই ইউনিয়নের চন্দ্রপুর এলাকার মো. নুর ইসলামের ছেলে লিটন মিয়া ও একই এলাকার মো. আজিমুদ্দিন ওরফে আজিমুলের ছেলে মিজানুর রহমান।

শনিবার সকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার রাতে ৯১৩ নম্বর পিলারের কাছে ভারতীয় একদল গরু ব্যবসায়ীর সহযোগিতায় বাংলাদেশি ১০/১৫ জন ব্যক্তি ভারত থেকে গরু পাচার করে আনার চেষ্টা করলে বিএসএফ চিত্রাকোট ক্যাম্পের সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনজন বাংলাদেশি গুলিবিদ্ধ হন। পরে দলের বাকি সদস্যরা গুলিবিদ্ধদের বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। গুরুতর মুরুলী চন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হচ্ছিল। এ সময় পথেই তার মৃত্যু হয়। 

এর আগে সোমবার (২৫ মার্চ) রাত ৩টার দিকে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী সীমান্তের মেইন পিলার ৯২৩ নম্বর পিলার এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত লিটন মিয়া নামে এক বাংলাদেশি ভারতের কুচবিহার এমজেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ মার্চ রাত ১০টার দিকে মারা যান।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন