Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে দ্বিতীয় দিনেও শ্রমিকদের বিক্ষোভ

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ পিএম

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে দ্বিতীয় দিনেও শ্রমিকদের বিক্ষোভ

মঙ্গলবার সকাল ১০টার দিকে শিল্প পুলিশ এসে আন্দোলনরত শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মহানগরীর জরুন এলাকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কেয়া নিট কম্পোজিট নামের পোশাক কারখানার শ্রমিকেরা মঙ্গলবার (২ এপ্রিল) টানা দ্বিতীয় দিনেও কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করছেন। কর্মবিরতিতে রয়েছেন কোম্পানিটির প্রায় ৮ হাজার শ্রমিক।

আগের দিনের মতো মঙ্গলবার সকালে শ্রমিকরা কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে ১০টার দিকে শিল্প পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। বর্তমানে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভিতরে অবস্থান করছেন। 

জানা যায়, কেয়া নিট কম্পোজিট লিমিটেডের কেয়া স্পিনিং মিলস, কেয়া কটন, কেয়া ইয়ার্ন মিলস, কেয়া নিট কম্পোজিট, কেয়া ডাইং অ্যান্ড নিটিং এবং কেয়া কসমেটিকস শাখার প্রায় ৮ হাজার শ্রমিক কর্মবিরতিতে রয়েছেন। শ্রমিকরা জানান, গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন,  ঈদের বোনাস কিচ্ছু দেওয়া হয়নি। ২২ মার্চ বকেয়া ও বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয়নি। শ্রমিকদের পাশাপাশি স্টাফদের বেতনও বেশ কয়েক মাসে ধরে বাকি রাখা হয়েছে। গত দুই বছরের ছুটির টাকাও পরিশোধ করা হয়নি। এ অবস্থায় ঈদের আগে কর্মবিরতিতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই বলে জানান ভুক্তভোগী শ্রমিকরা।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন