কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসছেন বিডিআর জওয়ানরা

ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম

মুক্তি পাওয়া জওয়ানদের ফুলের মালা দিয়ে বরণ করছেন পরিবারের সদস্যরা।
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর গাজীপুরের কাশিম কারাগারে বন্দি তৎকালীন বিডিআরের ১২৬ জন জওয়ান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার পর তারা কারাগার থেকে একে একে তারা বের হতে থাকেন। কারা ফটকে এ সময় স্বজনদের ভিড় করতে দেখা যায়।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের সব কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তাদেরকে মুক্তি দিতে শুরু করি। তিনি বলেন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১৩ জন মুক্তি পাচ্ছেন। ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।