Logo
Logo
×

সারাদেশ

পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণ করায় ২ লাখ টাকা জরিমানা

Icon

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০২:৩৫ পিএম

পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণ করায় ২ লাখ টাকা জরিমানা

বুধবার সকালে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেঘপল্লী রিসোর্ট কর্তৃপক্ষকে এ জরিমানা করেন।

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৮০০ ফুট উপরে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের দায়ে মেঘপল্লী রিসোর্টকে দুই লাখ টাকা জরিমানা ও অনির্দিষ্টকালের জন্য সুইমিংপুল নির্মাণের কাজ বন্ধ ঘোষণা করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। 

বুধবার (০৩ এপ্রিল) সকালে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  মেঘপল্লী রিসোর্ট কর্তৃপক্ষকে এ জরিমানা করেন। সুইমিংপুল নির্মাণের কাজ অনির্দিষ্ট কালের জন্য  বন্ধ ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। 

জানা যায়, সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৮০০ ফুট উপরে সাজেক পর্যটন কেন্দ্রে পাহাড় কেটে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে সুইমিংপুল নির্মাণের কাজ শুরু করেছিল মেঘপল্লী রিসোর্ট। এতে সাজেকের প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে তেমনি পাহাড় ধসের মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে। হাইকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সুইমিংপুল নির্মাণের যাবতীয় কাজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন