Logo
Logo
×

সারাদেশ

ঈদের দুই দিনও মিয়ানমার সীমান্তে বিস্ফোরণে কাঁপল টেকনাফ, সেন্ট মার্টিন

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ১২:২৭ এএম

ঈদের দুই দিনও মিয়ানমার সীমান্তে বিস্ফোরণে কাঁপল টেকনাফ, সেন্ট মার্টিন

ঈদুল ফিতরের মধ্যেও মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেল, গ্রেনেড–বোমার বিস্ফোরণ থামেনি।

তাতে মংডু টাউনশিপের লোকজন যেমন শান্তিতে ঈদ উদ্‌যাপন করতে পারছেন না, তেমনি নাফ নদীর এপারে সেন্ট মার্টিন দ্বীপ ও টেকনাফ সীমান্তের লোকজনও শঙ্কার মধ্যে ঈদ উদ্‌যাপন করছেন। ওপারের বিকট শব্দের বিস্ফোরণে কেঁপে উঠছে সেন্ট মার্টিন দ্বীপসহ আশপাশের এলাকা।

ঈদের দ্বিতীয় দিন আজ শুক্রবার সকাল ছয়টার দিকে সীমান্তের ওপারে মংডু টাউনশিপের দক্ষিণে পেরাংপুরা ও হাস্যুরাতা এলাকায় বিকট শব্দে ১০-১২টি মর্টার শেল ও গ্রেনেড–বোমার বিস্ফোরণ ঘটে। তাতে গ্রামগুলোর বিপরীত দিকে বঙ্গোপসাগরের মধ্যে থাকা সেন্ট মার্টিন দ্বীপ কেঁপে ওঠে। থেমে থেমে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকে।

ঈদের দিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মংডু টাউনশিপের উত্তর বলিবাজার, নাকফুরা, রাইক্ষবিল, শীলখালী, মাঙ্গালা এলাকায়ও ৫০-৬০টি মর্টার শেলের বিস্ফোরণ ঘটে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন