Logo
Logo
×

সারাদেশ

বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ পিএম

বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ফাইল ফটো

কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বিল্লাল হোসেন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল তেঁতুলতলা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার আলী আহমদের ছেলে। স্থানীয়রা জানান, বিল্লাল ভারত থেকে অবৈধ পথে আসা চিনি ও অন্যান্য পণ্য ওঠানো-নামানোর শ্রমিক হিসেবে কাজ করেন। সোমবার রাত ৮টার দিকে তেঁতুলতলা সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চিনি নামানোর সময় বিএসএফের সদস্যরা গুলি করেন। এতে আহত হন বিল্লাল। তার শরীরে প্রায় ৩০টির মতো ছররা গুলি লাগে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজিবির সংকুচাইল বিওপির কমান্ডার ফারুক কামাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমরা এ বিষয়ে কোনো তথ্য বা বক্তব্য দিতে পারব না।’

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন