Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১১:২৭ পিএম

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

ফরিদপুর আদালত। ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রবাসী আফসার মোল্লার স্ত্রী মনিরা বেগমকে (৩০) হত্যার দায়ে পরকীয়া প্রেমিক ওবায়দুর মোল্যাকে (২৮) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এই রায় দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন না।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হলেন– ওবায়দুর মোল্যা (২৮)। তিনি জেলার বোয়ালমারী উপজেলার পশ্চিম ভাটদী গ্রামের ওয়াহেদ মোল্যার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালে জেলার বোয়ালমারী উপজেলার পশ্চিম আফসার মোল্যার সাথে মধুখালী উপজেলার গন্ধখালী গ্রামের জলিল মুন্সীর মেয়ে মনিরা বেগমের বিয়ে হয়। এই দম্পত্তির দুটি সন্তান রয়েছে। মনিরার স্বামী সৌদি প্রবাসী থাকায় তিনি প্রতিবেশী ওবায়দুরের পরকীয়া প্রেমের সম্পর্র্কে জড়িয়ে পড়ে। পরে মনিরা বেগম তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে ২০১৯ সালের ১০ মার্চ রাতে মনিরাকে স্বামী বাড়ী থেকে ডেকে নিয়ে গলায় ওড়না প্যাচিয়ে হত্যা করে লাশ ওই গ্রামের গম ক্ষেতের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার ৪ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহতের ভাই রবিউল ইসলাম বাদী প্রথমে নিখোঁজ জিডি ও লাশ উদ্ধারের পরে ওবায়দুর সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমালী থানার উপপরিদর্শক আমিনুর রহমান হত্যা মামলাটি তদন্ত করে ওবায়দুর মোল্যাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের রাষ্ট্র পক্ষের সহকারি কৌশূলী মো. সানোয়ার হোসেন জানান, দীর্ঘ স্বাক্ষপ্রমাণ শেষে আজ আদালাতের আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এই রায়ে রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন