Logo
Logo
×

সারাদেশ

পটুয়াখালী থেকে মেছোবাঘ শাবক উদ্ধার

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১১:৩৭ পিএম

পটুয়াখালী থেকে মেছোবাঘ শাবক উদ্ধার

মেছোবাঘটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় মানুষের তাড়া খেয়ে গাছের ডালে উঠে বসে ছিল একটি মেছোবাঘ শাবক। জরুরি সেবা ৯৯৯ এ ফোনকল পেয়ে বাঘের শাবকটিকে উদ্ধার করেছে কলাপাড়া থানা–পুলিশ। পরে একটি বনে সেটিকে অবমুক্ত করা হয়।

উপজেলার বালীয়াতলী ইউনিয়নে আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘সকালে ট্রিপল নাইনের মাধ্যমে এক নারীর কল আসে। তিনি জানান একটি বাঘ উত্তেজিত মানুষের তাড়া খেয়ে গাছের ডালে অবস্থান নিয়েছে। তাকে যে কোনো সময়ে মেরে ফেলতে পারেন তারা। পরে আমরা এএসআই রাসেলকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পাঠাই।’

পরে প্রাণীটিকে উদ্ধার করেন তাঁরা। এরপর বনবিভাগের মাধ্যমে বিকেল ৫টায় একটি বনে অবমুক্ত করা হয় বলে জানান তদন্ত কর্মকর্তা।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন