Logo
Logo
×

সারাদেশ

আগুনে পুড়ল কড়াইল বস্তির অর্ধশতাধিক ঘর

Icon

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১১:৪৪ পিএম

আগুনে পুড়ল কড়াইল বস্তির অর্ধশতাধিক ঘর

রাজধানীর কড়াইল বস্তির আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তির আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। রোববার বিকেল সাড়ে ৫টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানিয়েছে, আগুনে পুড়ে গেছে বস্তির অর্ধশতাধিক টিনের ঘর।

ফায়ার সার্ভিস জানায়, বিকাল ৪টা ৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৪ ইউনিট। পরে যোগ দেয় আরও ২টি ইউনিট।

রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভুক্তভোগীরা বলছেন, অর্ধশতাধিক টিনের ঘর পুড়ে গেছে। সব হারিয়ে তারা এখন নিঃস্ব। তাই সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন।

কড়াইল বস্তির আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহায়তা করে সেনাবাহিনীও। ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ) লে. কর্নেল রেজাউল করিম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে। আগুন বেশি ছড়াতে পারেনি। একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবন্ধ রাখা গেছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন