কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম
দানবাক্স খুলে টাকা গণনা করা হচ্ছে।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি লোহার দানবাক্স খুলে এবার রেকর্ড ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। এখন সেগুলোর গণনা চলছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টায় এ দানবাক্সগুলো খোলা হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ ছাড়া এ সময় সেনাবাহিনী, পুলিশ ও আনসারের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, তিন মাস ১৪ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ১১টি লোহার দানবাক্স খোলা হয়েছে। এবার কিছুদিন বেশি হওয়ায় একটি ট্রাংক সংযুক্ত করা হয়েছিল। এর আগে সর্বশেষ ১৭ আগস্ট পাগলা মসজিদের ১০টি দানবাক্স খোলা হয়েছিল। তখন তিন মাস ২৬ দিনে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া যায়। এ ছাড়া দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।
এর আগে একই বছরের (২০ এপ্রিল) পাগলা মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া যায়; যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এ ছাড়া দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল। ২০২৩ সালে চারবার খোলা হয়েছিল এ মসজিদের দানবাক্স। চারবারে মোট ২১ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ১৮১ টাকা পাওয়া যায়। টাকার পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে বিপুল পরিমাণ।