Logo
Logo
×

শিক্ষা

প্রোগ্রামিংয়ের বিশ্বকাপ

পশ্চিম এশিয়ায় সেরা বুয়েট

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১২:৫২ পিএম

পশ্চিম এশিয়ায় সেরা বুয়েট

৪৬তম আসরে বুয়েটের দল ‘টিম পটেটোস’ পশ্চিম এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে

তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং নিয়ে প্রতি বছর বিশেষভাবে আয়োজিত হয় প্রোগ্রামিংয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ অলিম্পিয়াড ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মর্যাদাপূর্ণ এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় ইন্টারনেটযুক্ত কম্পিউটারে টানা ছয় ঘণ্টাব্যাপী প্রোগ্রামিং-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন বা সমস্যার সমাধান করতে হয়।

প্রোগ্রামিংয়ের বিশ্বকাপ খ্যাত আসর আইসিপিসি। এ প্রতিযোগিতার ৪৬ ও ৪৭তম ফাইনাল একই সঙ্গে এ বছর অনুষ্ঠিত হয়েছে। ৪৬তম আসরে বুয়েটের দল ‘টিম পটেটোস’ পশ্চিম এশিয়ায় চ্যাম্পিয়ন এবং পুরো বিশ্বের ১২৮ দলের মধ্যে ২৮তম হয়েছে। দলটি ১১টি সমস্যার মধ্যে ছয়টির সমাধান করতে সক্ষম হয়। এ আসরে বুয়েট পেছনে ফেলেছে স্ট্যানফোর্ড, ক্যামব্রিজসহ ভারতের আইআইটির মতো প্রতিষ্ঠানকে। বুয়েটের বিজয়ী দলের সদস্যরা হলেন সাব্বির রহমান আবির (সিএসই-১৭), কাজী মো. ইরশাদ (সিএসই-১৭) ও এস কে সাবিত বিন মোসাদ্দেক (সিএসই-১৮)।

৪৬তম আসরে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বে ৩৫তম এবং বাংলাদেশ থেকে দ্বিতীয়, আর রুয়েট ৯১তম অবস্থান অর্জন করে। এ আসরে টি নম্বর প্রবলেমের সর্বপ্রথম সমাধানের কৃতিত্ব পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিম। ৪৭তম আসরে পশ্চিম এশিয়ার চ্যাম্পিয়ন হয় আইআইটি দিল্লি। ১৩০ দলের মধ্যে বুয়েট বিশ্বে ৬৫তম, ব্র্যাক ইউনিভার্সিটি ৭৫তম ও ঢাবি ১২৪তম হওয়ার মাধ্যমে বাংলাদেশ এ আসরে তিনটি স্থান অর্জন করে।

চূড়ান্ত আসর বা ফাইনালে পরীক্ষাটি পরিচালনা করে আইসিপিসির বিচারক পর্ষদ। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সমস্যার সমাধান করা দলকে ওয়ার্ল্ড ফাইনাল বিজয়ী ঘোষণা করেন বিচারকরা। আইসিপিসির ৪৬তম আসরে বিশ্বের প্রথম স্থান অর্জন করেছে চায়নার পিকিং ইউনিভার্সিটি এবং ৪৭তম আসরে প্রথম স্থান অর্জন করেছে রাশিয়ার ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকস। এবার আইসিপিসির ৪৬তম আসরের ওয়ার্ল্ড ফাইনাল অনুষ্ঠিত হয় মিসরের লুক্সর শহরের দি আরব একাডেমি ফর সায়েন্স টেকনোলজি অ্যান্ড মেরিটাইম ট্রান্সপোর্টে। ১৪ থেকে ১৯ এপ্রিল বিশ্বের ১২৪ দল এ আসরে অংশ নেয়। আইসিপিসি আয়োজনের মূল উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেলর বিশ্ববিদ্যালয়। বর্তমানে আন্তর্জাতিক এ প্রতিযোগিতাটি আয়োজন করে আইসিপিসি ফাউন্ডেশন।


২০২২ সালে প্রথমবারের মতো বাংলাদেশ এ ইভেন্টের আয়োজন করেছিল। চীন, জাপান ও থাইল্যান্ডের পর বাংলাদেশ গোটা এশিয়ার চতুর্থ দেশ, যারা এ ইভেন্টের আয়োজক হওয়ার গৌরব অর্জন করেছে। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন