![সমালোচনার জবাব দিলেন জেফার](https://www.dhakatoday24.com/uploads/2024/12/online/photos/Xefer-676a56ffafdc4.jpg)
সংগীতশিল্পী জেফার রহমান
জেফার নাচেন বেশি, গান করেন কম। সম্প্রতি বিজয় দিবসে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে জেফারের পারফরমেন্সের পর এমনই দাবি ভক্ত-শ্রোতাদের। অন্তর্জাল দুনিয়ায় কনসার্টে জেফারের কিছু খণ্ড ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিও দেখে অনেকেই বলেন, গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। শুধু তাই নয়, সেখানে কেউ কেউ তাকে অটো-টিউন শিল্পী বলেও বিদ্রূপ করছেন।
সংগীত অঙ্গনে অনেক দিন থেকেই কাজ করা জেফার নিজেও বিষয়গুলো সম্পর্কে জেনেছেন। অবশেষে সমালোচনার জবাব দিলেন জেফার। নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই। আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই।’
তবে শুধু সমালোচনা নয়, দর্শকদের প্রশংসাও করেছেন জেফার। কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার বলেন, ‘আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। “সবার আগে বাংলাদেশ” কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।’