Logo
Logo
×

বিনোদন

লাস্যময়ী দিশা পাটানি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৪:৩২ পিএম

লাস্যময়ী দিশা পাটানি

নজরকাড়া দিশা পাটানির ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে।

বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী দিশা পাটানি। পেশাগত দিক থেকে বিগত বছরগুলো খুব একটি ভালো কাটেনি তার। বছরে দু-একটি সিনেমা করলেও বক্স অফিসে সুবিধা করতে পারেনি খুব একটা। তবে সামনে তার হাতে বিগ বাজেটের বেশকিছু সিনেমা রয়েছে। যেগুলো নিয়েই এখন ব্যস্ত এই অভিনেত্রী। খবর : ফিল্মিবিট

গণমাধ্যমটির তথ্যমতে, ২০২৪ ও ২৫ সালে দিশার হাতে মোট পাঁচটি সিনেমা রয়েছে। তার মধ্যে বলিউড তিনটি ও তেলেগু সিনেমা রয়েছে দুটি। যেগুলোর শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

এর মধ্যে নির্মাতা আহমেদ খানের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ও নির্মাতা নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দুটি সিনেমাই এ বছর মুক্তি পাবে। এ ছাড়া তার হাতে আরও রয়েছে নির্মাতা শিবার ‘কাঙ্গুভা’, পরিচালক সুন্দরের ‘সঙ্গমিত্রা’ ও নির্মাতা মোহিত সুরি ‘মালাং ২’। সবশেষ দিশাকে দেখা গেছে ‘যোদ্ধা’ সিনেমায়। কেবিন ক্রু চরিত্রে দেখা যায় তাকে। এটি মুক্তি পায় মার্চের ১৫ তারিখ। দিশা ছাড়াও সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্না। ৫৫ কোটি রুপি খরচে নির্মিত ‘যোদ্ধা’ বক্স অফিস থেকে আয় করেছে মাত্র ২৩ কোটি রুপি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দিশার লাস্যময়ী রুপ দেখে নেটিজেনদের আলোচনায় এসেছেন আবারও। বিকিনির সাজে নজরকাড়া দিশা পাটানির ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন