ঈদে মুক্তির তালিকায় যুক্ত হলো আরও একটি সিনেমা—‘লিপিস্টিক’। গত শনিবার বিকেলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়। গত রোববার সন্ধ্যার পর ‘বেসামাল—ড্যান্স নম্বর ওয়ান’ শিরোনামে একটি গান প্রকাশের মধ্য দিয়ে ছবিটির প্রচার শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।
ঈদে ছবি মুক্তি প্রসঙ্গে পূজা বলেন, ‘ঈদ বাঙালিদের বড় উৎসব। সেই উৎসবে সিনেমা মুক্তি পাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, তেমন আনন্দেরও। ছবিটি ভালো কিছু হয়েছে বলেই মুক্তি দিচ্ছি আমরা।’
ছবিতে পূজাকে দুই ধরনের চরিত্রে দেখা যাবে—গ্রামের এক কিশোরী বুচি থেকে সিনেমার রঙিন দুনিয়ার সুপারস্টার নায়িকা মাধুরী। এক ছবিতে দুটি চরিত্রে কাজের অভিজ্ঞতা পূজার জন্য প্রথম। ফলে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজটি করতে হয়েছে তাঁকে, জানান পূজা। তিনি বলেন, ‘দুটি চরিত্র দুই ধরনের। আকাশ-পাতাল ব্যবধান। এটা করা খুব সহজ ছিল না আমার জন্য। কেমন করেছি, সেটা প্রেক্ষাগৃহে বসে দর্শকই মূল্যায়ন করবেন।’
ঢাকাই ছবির এই নায়িকার কথা, ‘মা মারা যাওয়ার প্রায় এক সপ্তাহ হয়ে গেল। কাজে ফিরতে হচ্ছে। তবে শত কাজের মধ্যেও মাকে ভুলে থাকা যাবে না। চলার পথে, কাজের পথে ঘুরেফিরে মায়ের স্মৃতি ডাকবে আমাকে। আমি যেমন মাকে বিশ্বাস করতাম, মা–ও করতেন আমাকে। পরিচিতজনদের মা প্রায়ই বলতেন, “পূজা আমার হাতের লাঠি, আমার শক্তি।
তিনি বলেন, ‘মায়ের ঘরটা এখন শূন্য কিন্তু আমি ভাবি, মা ঘরেই আছেন। আগে যেমন করতাম, এখনো বাসা থেকে কাজে বের হলে, রুমের সামনে দাঁড়িয়ে বলি, মা আমি বের হলাম।’