কাইলি জেনার-টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ-বেনি ব্লাঙ্কো জুটি ডেট নাইট কাটাতে গেছেন ৮২তম গোল্ডেন গ্লোবের আসরে।
কাইলি জেনার-টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ-বেনি ব্লাঙ্কো জুটি ডেট নাইট কাটাতে গেছেন ৮২তম গোল্ডেন গ্লোবের আসরে। মার্কিন টেলিভিশন দুনিয়ার গুরুত্বপূর্ণ স্বীকৃতির এই আসর থেকে এই দুই জুটির চুমুর ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়ায়।
পারমডেল কাইলি জেনার আর ফরাসি মার্কিন অভিনেতা টিমোথি শ্যালামে দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাছন্দ্যবোধ করেন। তবে এই সম্পর্কের বেলায় শুরু থেকেই দুজনের কেউই রাখেননি কোনো লুকোছাপা।
সেলেনা আর বেনিকে বেশ কয়েকবার দেখা গেছে চুম্বনরত অবস্থায়
এক বছর ধরে প্রেম করছেন কাইলি আর টিমোথি। এর আগে কাইলি মার্কিন র্যাপার ট্রেভিস স্কটের সঙ্গে এক ছাদের নিচে ছিলেন সাত বছর।
এক ছেলে ও এক মেয়ের মা কাইলি। ১৯৯৯ সালের ভারসাচের একটি চকচকে রুপালি পিঠখোলা স্লিপ গাউনে লালগালিচায় দেখা দেন কাইলি।