Logo
Logo
×

বিনোদন

ওটিটি

এবার বাঘিনীর গল্প বলবেন প্রিয়াঙ্কা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম

এবার বাঘিনীর গল্প বলবেন প্রিয়াঙ্কা

২০১৬ সালে ‘দ্য জঙ্গল বুক’-এ কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার তাঁর কণ্ঠ শোনা যাবে ডিজনি নেচারের নতুন তথ্যচিত্র ‘টাইগার’-এ। গতকাল নিজের ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়েছেন প্রিয়াঙ্কা।

‘টাইগার’ মূলত অম্বর নামের এক তরুণ বাঘিনীর গল্প, যে ভারতের এক বনে ব্যাঘ্রশাবকদের বড় করছে। ছবিটি প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেছেন, ‘কোনো বিশেষ কিছুর সঙ্গে যুক্ত হওয়া সত্যিই দুর্দান্ত ব্যাপার। নিজের দেশে এক বন্য প্রাণের গল্প বলতে পারাটা দারুণ অভিজ্ঞতার সঞ্চার—নিজেকে ধন্য মনে হচ্ছে।’

অভিনেত্রী আরও যোগ করেছেন, ‘আমি সব সময় বাঘ পছন্দ করি। বাঘিনীর সঙ্গে তো আত্মিক যোগ অনুভব করি। আমি নিজের পরিবার নিয়ে অত্যন্ত সংবেদনশীল। অম্বরের যাত্রাটা এমনই, যেকোনো মা নিজের সঙ্গে যোগ করতে পারবে।’

নিজের ইনস্টাগ্রাম পোস্টে প্রিয়াঙ্কা আরও লিখেছেন, ‘“টাইগার”…প্রেম, দ্বন্দ্ব, ক্ষুধা, বেঁচে থাকা এবং আরও অনেক কিছুর গল্প। ভারতের ঘন জঙ্গলে যেখানে ছোট-বড় প্রাণী স্বমহিমায় বিচরণ করে, সেখানে অম্বরও আছে। এত ভালোবাসা দিয়ে সে তার শাবকদের যত্ন নেয়, সন্তানদের সঙ্গে তাঁর বন্ধন ফুটে ওঠে। এই পরিবারকে অনুসরণ করে আট বছরের বেশি সময় ধরে এই ছবির শুটিং করা হয়েছে।’

২২ এপ্রিল ডিজনি প্লাস নেচারে মুক্তি পাবে ‘টাইগার’।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন