Logo
Logo
×

বিনোদন

বিপদের মুখে স্বস্তিকা! কী জানালেন অভিনেত্রী?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৩:০৮ পিএম

বিপদের মুখে স্বস্তিকা! কী জানালেন অভিনেত্রী?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি বরাবরই নির্ভীক। এ সপ্তাহের শুরুতেই পড়লেন বিপত্তিতে। অভিনেত্রীর ফেসবুক হ্যাকড্‌ হয়েছে। স্বভাবতই দুশ্চিন্তায় অভিনেত্রী। 

এমনিতেই সমাজমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিজের ব্যক্তিগত জীবন থেকে সমাজেসবার খুঁটিনাটি তুলে ধরেন সেখানে। বুধবার সকালে ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার ফেসবুক পেজ হ্যাক্‌ড হয়েছে। আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। যদি কোনও অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তা হলে দয়া করে এড়িয়ে যান, এবং জানবেন সেটি আমি করিনি।’

সম্প্রতি তাঁর নতুন হিন্দি ছবি ‘লাভ সেক্স অউর ধোঁকা ২’-এর টিজ়ারে এক ঝলক দেখা গিয়েছে অভিনেত্রীকে। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটির প্রথম পর্ব এসেছিল প্রায় ১৪ বছর আগে। এ বার এর দ্বিতীয় পর্বে রয়েছেন স্বস্তিকা। ১৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন