Logo
Logo
×

বিনোদন

প্রিয় মালতী হয়ে আসছেন মেহজাবীন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৯ পিএম

প্রিয় মালতী হয়ে আসছেন মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

উপলক্ষ ছিল অভিনেত্রীর জন্মদিন এবং চমক জাগানিয়া একটা ঘোষণা। ১৯ এপ্রিল ছিল মেহজাবীনের জন্মদিন। এদিন এক বর্ণিল আয়োজনে দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ঘোষণা করেছে নতুন সিনেমার। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এ ছবির নাম ‘প্রিয় মালতী’।

কবে বিয়ের ঘোষণা দেবেন-সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মেহজাবীন বলেন, ‘আজ যেমন জন্মদিন উপলক্ষে আপনাদের আমন্ত্রণ করে বড়পর্দায় আমার অভিষেকের ঘোষণা দিলাম এমনি করেই কোনো এক জন্মদিনে বিয়ের ঘোষণাও দেব। সিনেমা শেষ করে তারপর ঘোষণা দিয়েছি। বিয়ের ঘোষণাও দেব সব শেষ করে।’

পরিচালক ছবিটির বিস্তারিত জানিয়ে বলেন, ‘এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট। এ যাত্রায় মেহজাবীনকে পাওয়াটা আমার জন্য আনন্দের। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই এ সিনেমাটি থিয়েটারে মুক্তি পাবে দেশজুড়ে। বড়পর্দায় নাম লেখাবেন মেহজাবীন।’

মেহজাবীন বলেন, ‘এ গল্পটা অসাধারণ। দর্শকের ভালো লাগবেই। গেল বছরের এপ্রিলে আমার কাছে গল্পটি এসেছিল। আমরা কাজ শুরু করেছিলাম। আর এখন আরেকটি এপ্রিল চলছে, আপনাদের সিনেমার খবরটি জানাতে পেরেছি।’

এদিকে এ বছরের শুরুতে আরেকটি ছবিতে অভিনয়ের জন্যও খবরে এসেছিলেন মেহজাবীন চৌধুরী। ‘সাবা’ নামে সে ছবির পরিচালক মাকসুদ হোসেন। ২০২১ সালে সিনেমাটি ভারতের ফিল্মবাজারে জায়গা করে নিয়েছিল। ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের কো-প্রোডাকশন মার্কেটে নির্বাচিত হয়। কোরিয়ার এশিয়ান প্রজেক্ট মার্কেটে বাংলাদেশের এ সিনেমার চিত্রনাট্য অংশ নিয়েছিল। তবে মেহজাবীনের ধ্যানজ্ঞান এখন প্রিয় মালতী। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

মেহজাবীনের জন্মদিন ও নতুন ঘোষণা উপলক্ষে আয়োজনে উপস্থিত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, আশফাক নিপুণ, এলিটা করিম, শিহাব শাহীন, জেফার রহমান, রাকা নওশীন নাওয়ারসহ অনেকে। কেক কেটে উদ্‌যাপন করা হয় মেহজাবীনের জন্মদিন। তারপর মেহজাবীনকে শুভেচ্ছা জানান অতিথিরা। সেই সঙ্গে সবাই হলে গিয়ে প্রিয় মালতী দেখার প্রত্যাশাও ব্যক্ত করে গেলেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন