রণবীর সিং-দীপিকা পাড়ুকোন
ইতালির লেক কোমোতে বসেছিল বিয়ের আসর। অনুরাগীরা ভালবেসে সেই বিয়ের নামকরণ করেছিলেন ‘রূপকথার বিয়ে’।
আজ ছয় বছর পূর্ণ হল তাদের বিয়ের বয়স। তবে এ বছরের রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের বিবাহবার্ষিকী বিশেষ। কারণ, তাদের কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। সংসারে নতুন সদস্য আসায় আনন্দেই রয়েছে দুই পরিবার।
এদিকে ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্ত্রী দীপিকাকে বিশেষ বার্তা দিলেন রণবীর সিং। দীপিকার একগুচ্ছ হাসির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রণবীর। লিখলেন, ‘প্রত্যেক দিনই স্ত্রীর প্রশংসা করার দিন। তবে আজকে প্রধান দিন, শুভ বিবাহবার্ষিকী দীপিকা। তোমাকে ভালোবাসি।’ সঙ্গে ছবির আবহে জুড়ে দিলেন ‘সাথিয়া’ ছবির ‘হাসতি রহে তু হাসতি রহে’ গানটি।
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা–রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তার রণবীরের সন্তান। গত ৮ সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে আসে কন্যা সন্তান। নাম রেখেছেন ‘দুয়া’। এখন মেয়েকে নিয়েই তাদের সুখের সংসার।