প্রিয়ন্তী উর্বী
২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ২০২০ সালের শেষের দিকে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। একটি তেলের বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান। ‘এই মুহূর্ত’, ‘কোথায় পালাবে বলো রূপবান’ সিনেমা দিয়ে ওয়েবফিল্মেও নাম লেখান। পরে ক্যাফে ডিজায়ার, ইন্টার্নশিপ, অপলাপ, কালপুরুষ-এর মতো আলোচিত ওয়েব সিনেমা-সিরিজগুলোয় কাজ করেন তিনি। বর্তমানে অবশ্য নাটকেই বেশি দেখা যাচ্ছে তাকে। বুক পকেটের গল্প নামে একটি নাটকে অভিনয়ের পর দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন। চলতি সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমে ডুবি’ নাটকে অভিনয়ের জন্যও আলোচিত হয়েছেন।
কাজের খবরের পাশাপাশি এবার ব্যক্তিগত খবরের শিরোনাম হলেন এ অভিনেত্রী। সিদ্ধান্ত নিয়েছেন বিয়ের। তবে এখনই পাত্রের নাম-পরিচয় বলতে চান না। শুধু ইঙ্গিত দিলেন, ছেলে একটি সংবাদপত্রের মার্কেটিং বিভাগে কর্মকর্তা।
গণমাধ্যমকে উর্বী জানিয়েছেন, বছরখানেক হবে তাদের পরিচয়। তারপর বন্ধুত্ব, এখন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এ বছরই পারিবারিকভাবে বিয়ে সারবেন উর্বী। বিয়ের কেনাকাটাও করছেন।
তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সেই গল্পটাও গণমাধ্যমের সঙ্গে শেয়ার করেন তিনি। জুলাইয়ে ছিল উর্বীর জন্মদিন। বিশেষ এ দিনে বন্ধুদের নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন। সমুদ্রের তীরে বসে ছিলেন। সিনেম্যাটিক স্টাইলে পায়েল পরিয়ে দিয়ে নায়িকাকে বিয়ের প্রস্তাব দেন। সেই বন্ধুর সেন্স অব হিউমারের প্রশংসাও করেন উর্বী।
তার পর থেকে ব্যাপারটা আর তাদের দুজনের মধ্যে আটকে থাকেনি; যা হয়েছে পারিবারিকভাবে হয়েছে। কয়েক দফায় দুই পরিবারের মধ্যে আলাপ হয়েছে। এখন শুধু বিয়ের দিনক্ষণ ঘোষণার বাকি রয়েছে।