Logo
Logo
×

বিনোদন

কনার কণ্ঠে বাউল সম্রাটের গান

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৩১ এএম

কনার কণ্ঠে বাউল সম্রাটের গান

দিলশাদ নাহার কনা

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন দিলশাদ নাহার কনা। প্লেব্যাক থেকে শুরু করে মৌলিক গান সবকিছুতে সরব উপস্থিতি তার। এবার প্রথমবারের মতো বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। গানটির সঙ্গে ভিডিও থাকবে বলে নিশ্চিত করেছেন তিনি।

শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান ‘সখী তোরা প্রেম করিও না’ শিরোনামের গানটির রেকর্ডিং এরই মধ্যে সম্পন্ন করেছেন কনা। বাকি রয়েছে গানচিত্রের শুটিং। এখন চলছে তারই প্রস্তুতি। জানা গেছে, দ্রুতই গানটি প্রকাশ করা হবে।

গানটি নিয়ে জানতে চাইলে কনা বলেন, ‘শাহ আব্দুল করিমের প্রতিটি গানই মানুষের মুখে মুখে। আমি নিজেও তার গানের ভীষণ ভক্ত। এবারই প্রথম বাউল সম্রাটের গান নিজের কণ্ঠে প্রকাশ করতে যাচ্ছি। জুয়েল মোর্শেদের তত্ত্বাবধানে গানটি প্রকাশ পাবে স্বাধীন মিউজিকের ব্যানারে। আশা করি, ভক্ত-শ্রোতাদের ভালো কিছু দিতে পারব।’

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন