হরহামেশাই ঢালিউড নায়িকারা জড়িয়ে পড়ছেন জুয়ার অ্যাপের প্রচারে। এবার সেই পথে হাঁটলেন চিত্রনায়িকা শবনম বুবলী। একটি জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। শুক্রবার (২২ নভেম্বর) রাতে চুক্তিবদ্ধ হওয়া জুয়ার অ্যাপটির প্রচারণামূলক ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন এই নায়িকা।
ভিডিওটিতে বুবলী বলেন, ‘আমি বুবলী, (প্রতিষ্ঠানের নাম) একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছ অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য? শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া কর না। জেতার আনন্দ উপভোগ কর, নিরাপত্তার স্বার্থে। যেখানে খেলা শুধু জেতার জন্য।’
এর আগে অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, পরী মণির মতো তারকাদের জুয়ার বিজ্ঞাপনে দেখা গেছে। এবার এই দলে নাম লেখালেন বুবলী।
তাঁর
মন্তব্য ঘরে নানাজন নানা মন্তব্য করছেন। কেউ আক্ষেপ করে লিখেছেন, ‘টাকার
জন্য শেষমেষ বুবলীও অসৎ কর্মকাণ্ডের প্রচারণা করল।’ কারও মন্তব্য এমন যে,
নিজ ভক্তদেরও জুয়াতে উৎসাহিত করলেন অভিনেত্রী। যদিও এসব কথার বিপরীতে কোনো
জবাব দেননি নায়িকা। তিনি বর্তমানে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন
কক্সবাজারে।
বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ। তবুও বুবলী কীভাবে প্রকাশ্যে জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন, বিষয়টি জানতে তাঁকে কল দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।