Logo
Logo
×

বিনোদন

অভিনয়-নির্মাণে ব্যস্ত ‘কাবিলা’

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:১৪ এএম

অভিনয়-নির্মাণে ব্যস্ত ‘কাবিলা’

জিয়াউল হক পলাশ

সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন জিয়াউল হক পলাশ। যদিও ভক্ত-দর্শকের কাছে তিনি কাবিলা নামেই বেশি পরিচিত। ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে মূলত দর্শকের কাছাকাছি আসেন তিনি। ধারাবাহিকটির জনপ্রিয় ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে তরুণ দর্শকের মন জয় করেছেন পলাশ। তবে অভিনয় দিয়ে পরিচিতি পেলেও পলাশ মূলত নির্মাতা। জনপ্রিয় নির্মাতা কাজল আরেফীন অমির সহকারী হিসেবে কাজ শুরু করা পলাশ ইতোমধ্যে পরিচালক হিসেবেও কিছু কাজ করেছেন।

পলাশ অনেকবারই জানিয়েছেন, পরিচালনাই তার প্রথম ও মূল ভালোবাসা। যেটা বাইরে আসে মাঝেমধ্যে, লম্বা সময় পরপর। তাই দুই পরিচয়েই ব্যস্ত থাকতে হয় তরুণ এ অভিনেতাকে। চলতি বছরের রোজার ঈদে বানিয়েছিলেন নাটক ‘সন্ধ্যা ৭টা’। নাটকটির বিষয়বস্তু ও নির্মাণ দর্শকের মন জয় করেছিল।

সম্প্রতি ক্যামেরার পেছনে ফিরেছেন পলাশ। এবার নির্মাণ করলেন বিজ্ঞাপনচিত্র। দেশের জনপ্রিয় একটি পানীয়র বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন তিনি।

এরই মধ্যে শুটিং শেষ। চলছে সম্পাদনা। পলাশ জানান, বিজ্ঞাপনচিত্রটিতে অভিনয় করেছেন তাশদিক নমিরা আহমেদ ও আয়েশা মারজানা। পলাশ বলেন, ‘নির্মাণের ক্ষেত্রে আমি বরাবরই ভিন্ন ভাবনা তুলে আনার চেষ্টা করি।’

এদিকে আগামী ভালোবাসা দিবস উপলক্ষ করে একটি নাটক নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন পলাশ। সম্প্রতি জানিয়েছেন, নাটকটির প্রাথমিক কাজগুলোও গুছিয়ে নিয়েছেন। তবে এখনও নাটকের নাম কিংবা অভিনয়শিল্পী চূড়ান্ত করেননি।

শুধু নির্মাণ নিয়ে নয়, অভিনয়েও ব্যস্ত সময় যাচ্ছে পলাশের। ‘ন ডরাই’ খ্যাত নির্মাতা তানিম রহমান অংশুর একটি ওয়েব ছবিতে অভিনয় করছেন তিনি। ‘খালিদ’ নামে ছবিটির নামভূমিকায় দেখা যাবে তাকে। বিস্তারিত বলা বারণ হলেও পলাশ এটুকু বললেন, ‘চরিত্রটির জন্য আমি এখন প্রস্তুতি নিচ্ছি। দেশের নামকরা একজন অ্যাথলেটের কাছ থেকে নিচ্ছি প্রশিক্ষণ। নিজেকে পুরোপুরি ফিট করতে হবে এর জন্য। আশা করছি দারুণ কিছু হতে যাচ্ছে।’

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন