শিক্ষার্থীদের নামে নালিশ করবেন পরীমণি!
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।
বর্তমানে সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি পিরোজপুরে অবস্থান করছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই গ্রামে যাওয়া। নায়িকার সময়টা কাটছে পরিবারের সদস্যদের সঙ্গে। যার প্রমাণ মেলে তার ফেসবুকে।
আজ মঙ্গলবার দুপুরে পরী তার ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, একঝাঁক শিক্ষার্থী তার সঙ্গে দেখা করতে এসেছেন। পরীও তাদের সঙ্গে কথা বলছেন।
ভিডিওতে পরীমণি বলেন, ‘ক্লাস ফাঁকি দিয়ে এসেছে। দাঁড়াও তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করব।’ এরপর শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলা ও আলাপচারিতার পর বিদায় বেলায় পরী বলেন, ‘বিকাল বেলায় আবারও এসো।’ ভিডিওটি ফেসবুকে পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক। এই আমার পরম পাওয়া।’
তার এই পোস্টের ঘরে ভক্ত-অনুরাগীরা নায়িকার প্রশংসা করে নানা মন্তব্য করে যাচ্ছে। আর পরীমণিও সেই ভালোবাসা উপভোগ করছেন মনের আনন্দে।