Logo
Logo
×

বিনোদন

রণবীরের ‘ডন ৩’ নিয়ে দুঃসংবাদ!

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০২:২৪ পিএম

রণবীরের ‘ডন ৩’ নিয়ে দুঃসংবাদ!

রণবীর সিং

চলতি মাসের শুরুর দিকে মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত সিংঘম অ্যাগেইন। বক্স অফিসে বিশ্বজুড়ে সেই ছবিটি প্রায় ৪০০ কোটি টাকা আয় করে ফেলেছে।

অন্যদিকে ব্যক্তিগত জীবনেও খুশির বন্যা বইছে মেয়ে আসায়। কিন্তু এত আনন্দ, সাফল্যের মাঝে রণবীর অনুরাগীদের জন্য খারাপ খবর! ফের পিছিয়ে গেল ‘ডন ৩’ ছবিটির শুটিং। অন্তত তেমনই গুঞ্জন রটেছে। রণবীর সিং দারুণ উচ্ছ্বসিত ছিলেন তার এ প্রজেক্ট নিয়ে। জানিয়েছিলেন তার বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। কিন্তু অমিতাভ বচ্চন যে লিগ্যাসি তৈরি করেছিলেন, শাহরুখ যেটাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সেই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি মনে হচ্ছে না এত জলদি আসবে।

কারণ এখন পর্যন্ত কানাঘুষায় যা জানা গেছে সে অনুযায়ী আবারও পিছিয়ে গেল ডন ৩ ছবিটির শুটিং। জানুয়ারি ২০২৫-এ শুরু হওয়ার কথা ছিল এ ছবির শুটিং। কিন্তু এবার জানা গেল সেটা পিছিয়ে জুন ২০২৫-এ চলে গেছে। তবে এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার ডন ৩ ছবিটির শুটিংয়ের দিন পেছানো হয়েছে। যদিও নেটপাড়া মনে করছে এভাবে আসলে ছবিটিকে আপাতত স্থগিত করে দেওয়া হতে চলেছে। আর এর মূল কারণ হিসেবে তারা মনে করছেন ছবিটির বিপুল বাজেট। তবে অন্য এক সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, জানুয়ারিতেই হতে পারে শুটিং। সে সম্ভাবনা এখনও রয়েছে।


ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন