
জেসিআই ঢাকা মেট্রোর উদ্যোগে প্রজেক্ট স্বপ্নের তরীর আওতায় (১৬ মে) শুক্রবার সাভারের বনগাও গ্রামে ৫ জন দরিদ্র জেলেকে নৌকা উপহার দেয়া হয়।
বনগাও গ্রানের এই ৫ জেলে হচ্ছে ফরহাদ হোসেন, বাচ্চু মিয়া, নূর মোহাম্মদ, মাহবুব আলম ও আবদুর করিম। ‘অভাবের সংসার আমাগো। আগে ভাড়ায় নৌকা চালায়া বেশী ইনকাম করতে পারতাম না। এহন এই নৌকা দিয়া সংসার ভালো মতন চালাইতে পারুম। ছেলে মেয়েরে পড়াশোনা করাইতে পারুম। ’ নৌকা উপহার পেয়ে নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করছিলেন জেলে বাচ্চু মিয়া। জেসিআই ঢাকা মেট্রো প্রজেক্ট স্বপ্নের তরী ডিরেক্টর ফারজানা ইসলাম বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক দ্ররিদ্র মানুষ আছে যাদের সাহায্য প্রয়োজন। আমরা চেষ্টা করেছি বনগাও গ্রামের এই জেলেদের পাশে দাড়াতে।
মহতী এই উদ্যোগে কমিউনিটি পার্টনার হিসেবে ছিল স্বপ্নডানা ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতায় ছিল জেসিআই ঢাকা মেট্রোর পরিচালক মো. রুবেল হোসেন। এ উদ্যোগে নৌকা দিয়ে অবদান রাখেন রুহুন্নেসা ট্রাস্ট।