Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কলম্বিয়া : প্রেসিডেন্ট পেত্রো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৪, ১২:১৮ পিএম

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কলম্বিয়া : প্রেসিডেন্ট পেত্রো

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কলম্বিয়া। বুধবার (১ মে) কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ বিষয়ে জানিয়েছেন।

পেত্রো এরই মধ্যে গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকার করা মামলায় বিশ্বের অন্য দেশগুলোকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ও পেত্রোর সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের সমর্থনে মিছিল করা বোগোটায় সমবেত জনতার উদ্দেশে পেত্রো এক বক্তৃতা দেন। সেখানে তিনি বলেন, ‘এখানে আপনাদের সামনে, প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পরিবর্তনকারী সরকার ঘোষণা করছে যে আগামীকাল আমরা ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব। কেননা সেখানকার প্রেসিডেন্ট একজন গণহত্যাকারী।’

তিনি আরও বলেন, ‘গাজায় চলমান গণহত্যা দেখেও বিশ্বের কোনো দেশ চুপ থাকতে পারে না।’

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ পেত্রোকে  একজন ‘ইহুদিবিদ্বেষী ও ঘৃণায় ভরা’ ব্যক্তি বলে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ‘পেত্রোর এ পদক্ষেপ ৭ অক্টোবর ইসরায়েলি সামরিক ঘাঁটি ও ইসরায়েলি সম্প্রদায়ের ওপর প্রাণঘাতী হামলার নেতৃত্ব দানকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের জন্য একটি পুরস্কার।’

গত বছরের অক্টোবরের শেষ দিকে বলিভিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। কলম্বিয়া, চিলি, হন্ডুরাসসহ লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশ তাদের রাষ্ট্রদূতদের ইসরায়েল থেকে ফিরিয়ে নিয়েছে।

সূত্র : রয়টার্স

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন