Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশি সাংবাদিকের বিরুদ্ধে ভারতে মামলা

Icon

ঢাকা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ এএম

বাংলাদেশি সাংবাদিকের বিরুদ্ধে ভারতে মামলা

সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। ফাইল ছবি

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা লোকসভার সদস্য রাহুল গান্ধী ও তাঁর মা কংগ্রেসের সাবেক প্রধান সোনিয়া গান্ধীকে নিয়ে ভুয়া সংবাদ প্রচারের অভিযোগে বাংলাদেশি এক সাংবাদিকের বিরুদ্ধে ভারতে মামলা হয়েছে। গত শনিবার এই অভিযোগ দায়ের করেন কংগ্রেসের লিগ্যাল টিমের সদস্য শ্রীনিবাস।

এরপর মামলা নেয় ব্যাঙ্গালুরু পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য ওয়্যারের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

মামলায় বাংলাদেশি সাংবাদিক সালাহউদ্দিন শোয়েব চৌধুরী ছাড়াও অদিতি নামের এক ভারতীয় নারীও রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার বলছে, সালাহউদ্দিন শোয়েব চৌধুরী বাংলাদেশি সংবাদপত্র ব্লিজের সম্পাদক। অন্যদিকে অদিতি জয়পুর ডায়লগস নামের একটি প্ল্যাটফর্মে কাজ করেন। 

অভিযোগে কংগ্রেসের লিগ্যাল টিমের সদস্য শ্রীনিবাস বলেন, সোনিয়া গান্ধী পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট ছিলেন বলে মাইক্রো ব্লগিং সাইট এক্সে অভিযোগ করেছেন সালাহউদ্দিন শোয়েব চৌধুরী। দুই ধর্মের মধ্যে শত্রুতা সৃষ্টির উদ্দেশ্যে তিনি তাঁর টুইটে এও দাবি করেন, বিবাহ ও ভারতীয় নাগরিকত্ব অর্জন সত্ত্বেও সোনিয়া গান্ধী এখনো খ্রিস্টধর্ম অনুসরণ করেন। 

এ ছাড়া শ্রীনিবাস অভিযোগে বলেন, বিদেশি এক বন্ধুকে নিয়ে এক নারীকে রাহুল গান্ধী হয়রানি করেছেন বলেও দাবি করেছেন সালাহউদ্দিন শোয়েব চৌধুরী। জয়পুর ডায়লগস নামের প্ল্যাটফর্মে কাজ করা অদিতি এই পোস্ট শেয়ার করে ছড়িয়ে দিয়েছেন।

বেঙ্গালুরু পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতের আরেক সংবাদমাধ্যম দ্য হিন্দুকে বলেন, গান্ধী পরিবারের নামে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর মামলা করা হয়েছে। এরই মধ্যে মামলার তদন্তও শুরু হয়েছে।


ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন