গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়ালো
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম
গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের জানাজা। ফাইল ছবি: এএফপি
গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। এর ফলে সংঘাত শুরুর পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে।
কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হোসাম আবু সাফিয়া জানিয়েছেন, উত্তর গাজায় রাতভর হামলায় ৬৫ জন নিহত হয়েছেন। হামলার সময় সেখানে প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।
ধবার মধ্য গাজার শেখ রাদওয়ান এলাকায় একটি বাড়িতে হামলায় অন্তত ২২ জন নিহত হন, তাদের মধ্যে ১০ জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মুনির আলবুরশ জানান, হতাহতদের উদ্ধারের কাজ এখনো চলছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলাগুলোর বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলাগুলো এমন সময়ে ঘটলো, যখন গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তরাঞ্চলীয় অভিযান নতুন করে জোরদার হয়েছে।