Logo
Logo
×

লাইফ স্টাইল

কেমন এবারের তাহুরের ঈদ সংগ্রহ? জেনে নিন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ১১:৪৬ পিএম

কেমন এবারের তাহুরের ঈদ সংগ্রহ? জেনে নিন

ছবি: তাহুর

আরাম, সহজে পরিধানযোগ্য ও আভিজাত পোশাক দিয়ে নিজেদের ঈদ সংগ্রহ সাজিয়েছে মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড তাহুর। চেরি, মুনলাইট, জাফরান, মিডা, মেটালিক অ্যাঞ্জেল, জুম, হানি দফানি, লিনেন, সিল্ক, জর্জেট, জেলি, ক্রেপ সিল্কের মতো প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক থাকছে নতুন কালেকশনে। একই পোশাক তৈরি করা হয়েছে বাংলাদেশ ও দুবাইয়ের বাজারের জন্য।

তাহুরের সিইও হানিউম মারিয়া চৌধূরী বলেন, এবারের ঈদে আমরা নারীদের জন্য নিয়ে এসেছি নতুন সব কালেকশন। পুরো রমজান জুড়ে চার ধাপে উম্মোচন করা হয় আমাদের ঈদ সংগ্রহ। প্রথমবারের মতো বাংলাদেশ ও দুবাইয়ের বাজারের জন্য একই সংগ্রহ এনেছি আমরা। তিনি আরও জানান, গত ১১ বছর ধরে তাহুর প্রসংশার সঙ্গে কাজ করে যাচ্ছে দেশে–বিদেশে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদ কালেকশনে আমরা প্রাধান্য দিয়েছি আরাম, সহজে পরিধানযোগ্য ও আভিজাত্যকে। আর যেহেতু বাংলাদেশ ও দুবাইয়ের বাজারের জন্য এবছর একই পোশাক তৈরি করা হয়েছে। তাই ফেব্রিকের প্রতি বিশেষ নজর দেয়া হয়েছে। কালকশনটি তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সব ফেব্রিক।

ঢাকাতে তাহুরের বনানী ও ধানমন্ডি আউটলেটের পাশপাশি ঢাকার বাইরে সিলেটের আম্বরখানাতে অবস্থিত আর্কেডিয়া শপিং কমপ্লেক্সে রয়েছে তাহুরের নিজস্ব আউটলেট। এছাড়াও আউটলেটের পাশপাশি অনলাইনেও পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির ঈদ সংগ্রহ। অনলাইনে কিনতে হলে ভিজিট করতে হবে www.tahoorstudio.com ওয়েবসাইটে। তাহুরের নিজস্ব আউটলেট ও অনলাইন ছাড়া ইউনিমার্টের সব আউটলেটেও পাওয়া যাচ্ছে এই ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু সংগ্রহ।

দেশের বাইরে দুবাইয়ের মাল্টি ব্র্যান্ড ডিজাইনার আউটলেট জুমেরাহতেও রয়েছে তাহুরের উপস্থিতি। এই জায়গাকে বলা হয় ‘দ্য ডিসট্রিক্ট ভেন্যু’। যেখানে কেবল দুবাইয়ের স্থানীয় ডিজাইনাররাই তাঁদের পোশাক প্রদর্শন করতে পারেন। আর এই ‘দ্য ডিসট্রিক্ট ভেন্যু’র ক্রেতা হলো দুবাইয়ের অভিজাত শ্রেণির মানুষেরা। সে কারণেই ডিজাইনাররা তাঁদের সিগনেচার ও প্রিমিয়াম সংগ্রহগুলোই সেখানে প্রদর্শন করেন। দুবাইয়ে তাহুর রেজিস্টার্ড ব্র্যান্ড হওয়ায় এবারের ঈদ সংগ্রহ ‘দ্য ডিসট্রিক্ট ভেন্যু’তেও পাওয়া যাচ্ছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন