Logo
Logo
×

লাইফ স্টাইল

ইফতার ও সাহরির ইন্টারকন্টিনেন্টাল ঢাকার আয়োজন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১২:২১ এএম

ইফতার ও সাহরির ইন্টারকন্টিনেন্টাল ঢাকার আয়োজন

বুফে ইফতার ও ডিনারের ব্যবস্থা রয়েছে হোটেলটিতে। ছবি: ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

দেশের অন্যতম বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা রমজানে দারুণসব ইফতার আয়োজন নিয়ে হাজির হয়েছে। পুরো রমজান জুড়ে ইফতার,ডিনার এবং সাহরিতে থাকছে আকর্ষণীয় সব খাবার। হোটেলের এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে প্রতিদিনই ইফতার ও ডিনার বুফে থাকছে। বৃহস্পতিবার ও শুক্রবারে থাকছে সাহরির ভিন্ন আয়োজন।

তাদের ইফতার আয়োজনে রয়েছে বৈচিত্র্যময় খাবার ও পানীয়। অথেনটিক মেজ্জে, টার্কিশ আদানা কাবাব ও পাকিস্তানি চাপলি কাবাব, মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ল্যাম্ব উজিসহ মজার অনেক খাবার। আর ডেজার্ট হিসেবে থাকছে ডেজার্ট বাকলাভা, কুনাফা আর বাসবুসা। ইফতারের জনপ্রিয় পদ খাসির শাহি হালিম, নেহারি ও জাফিরানি জিলাপি তো আছেই। এছাড়া ইন্টারকন্টিনেন্টালের শেফদের তৈরি জিবে জল আনা আরও অনেক মজার পদ থাকবে ইফতার বুফেতে।

ইফতার ও ডিনারের বুফে নিতে আপনাকে গুনতে হবে ৮ হাজার ৫০০ টাকা। আর সাহরিতে ৬০০০ টাকা। বিশেষ কিছু ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য থাকছে সুবিধা। একটি বুফের মূল্য পরিশোধ করে খেতে পারবেন দুজন। ডাচ বাংলা ব্যাংক ও কমিউনিটি ব্যাংক কার্ড থাকলে একটি বুফের মূল্য পরিশোধে খেতে পারবেন চারজন।

বিলাসবহুল খাবারে অভিজ্ঞতা নিতে পারবেন হোটেলটির অ্যাকুয়াডেকে। এখানে পুলসাইড বাফে ডিনার ও ইফতারের আয়োজন থাকছে প্রতি বৃহস্পতি ও শুক্রবারে। পরিবারের সদস্যরা বা বন্ধুদের সঙ্গে একান্ত সময় কাটাতে এখানে প্রাইভেট কাবানার ব্যবস্থা আছে। অ্যাকুয়াডেকেও নির্দিষ্ট ব্যাংক কার্ডে ৭৫০০ টাকার মূল্য পরিশোধে খেতে পারবেন দুজন। বাসায় বসে ইন্টারকন্টিনেটাল ইফতারের স্বাদ পেয়ে চাইলে নিতে পারেন ইফতার বক্স। রমজানে তাদের চার ধরনের ইফতার বক্স রয়েছে। একজনের জন্য অ্যাম্বার, দুইজনের জন্য ক্রিস্টাল, তিনজনের জন্য পার্ল আর ছয়জনের জন্য রুবি নামে সাজানো হয়েছে ইফতার বক্স। যা মিলবে সাড়ে ৩ হাজার থেকে ১৪ হাজার টাকায়। তাদের রয়েছে হোম ডেলিভারি পাবার সুবিধা।

পরিবারের সবাই মিলে খাওয়ার জন্য এখানে রয়েছে সিগনেচার ল্যাম্ব উজি প্ল্যাটার। এতে থাকছে আস্ত ল্যাম্ব, সুগন্ধি উজি রাইস আর জুসি কাবাব। এই আইটেমটি খেতে পারবেন ১৫ জন। প্ল্যাটার অর্ডারে বিনামূল্যে হোম ডেলিভারি থাকছে। রমজান মাস জুড়ে ইভেন্টের জন্য এক্সক্লুসিভ মেনুর সঙ্গে কমপ্লিমেন্টারি ভেন্যুর ব্যাংকুয়েট প্যাকেজ দিচ্ছে এই হোটেলটি। অতিথিরা রিজার্ভেশনের জন্য বা যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ৫৫৬৬৩০৩০-এই নম্বরে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন