Logo
Logo
×

জাতীয়

প্রথম ফ্লাইটে সৌদি গেলেন ৪১৩ হজযাত্রী

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১১:৫৯ এএম

প্রথম ফ্লাইটে সৌদি গেলেন ৪১৩ হজযাত্রী

ফাইল ফটো

সৌদি আরবের উদ্দেশে উড়াল দিয়েছেন ৪১৫ হজযাত্রী। বৃহস্পতিবার (৯ মে) ভোর ৪টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ হজফ্লাইট যাত্রা করে।

এরপর বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ও হজযাত্রার দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন আরও ৪১৭ জন। ভোর সাড়ে ৫টায় শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

এ ছাড়া সকাল ৮টায় আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইনাস এয়ারের আরেকটি ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। এ ফ্লাইটেরও উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী। জানা গেছে, বৃহস্পতিবার প্রথম দিন সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি ছাড়াও সৌদিয়া ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে। প্রথম দিনের শিডিউল অনুযায়ী, সাতটি ফ্লাইটে ২ হাজার ৭৮৫ হজযাত্রী সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হজে যাবেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০ শতাংশ হাজি পরিবহন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রি-হজে মোট ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ঢাকা থেকে জেদ্দায় ৮২, চট্টগ্রাম থেকে জেদ্দায় ১৭, সিলেট থেকে জেদ্দায় ৫, ঢাকা থেকে মদিনায় ৯, চট্টগ্রাম থেকে মদিনায় ২ এবং সিলেট থেকে মদিনায় ১টি যাবে।

এর আগে বুধবার আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের পবিত্র হজযাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন হজ পালিত হবে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন