![খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সোমবার](https://www.dhakatoday24.com/uploads/2025/01/online/photos/khaleda-zia-6776398855fbf.jpg)
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
চিকিৎসার জন্য আগামী সোমবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন বেলা ১১টায় একটি বিশেষায়িত বিমানে তাঁকে নিয়ে যাওয়া হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তাঁর চিকিৎসকরা। খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন চিকিৎসক, নার্স ও ব্যক্তিগত সহকারীসহ ১৫ জন।
গত ৩০ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে যাবেন, ভিসা পাওয়ার জন্য সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। চারটি মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। ওই সময় তিনি যুক্তরাজ্যে চিকিৎসা নিয়েছিলেন।