Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগের সমাবেশ স্থগিত

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০১:০৫ পিএম

আওয়ামী লীগের সমাবেশ স্থগিত

বিএনপির পর এবার আওয়ামী লীগও তাদের ২৬ এপ্রিল (শুক্রবার) ডাকা সমাবেশ স্থগিত করেছে। এর কারণ হিসেবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ করার জন্য পুলিশ তাদের অনুমতি দেয়নি। গতকাল সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সমাবেশ স্থগিত করার বিষয়টি জানানো হয়।

এর আগে গতকাল দুপুরে বিএনপির পক্ষ থেকে তাদের সমাবেশ স্থগিত করার কথা গণমাধ্যমকে জানানো হয়। চলমান দাবদাহ ও হিট অ্যালার্টের কারণে সমাবেশ স্থগিত করার কথা জানিয়েছে দলটি।

বিএনপির সমাবেশটি হওয়ার কথা ছিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের কর্মসূচি নেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

একই দিনে ২৬ এপ্রিল রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দেয় দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন