বাস পোড়ানোর মামলায় খালাস পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলসহ ১৮ জন
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১২:০৩ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল
৯ বছর আগের পুরোনো একটি বাস পোড়ানোর মামলা থেকে খালাস পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৮ আসামি।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ গতকাল বুধবার এ রায় দেন। মামলার কাগজপত্রের তথ্য বলছে, রাজধানীর গুলিস্তান এলাকায় ২০১৫ সালের ১৪ জানুয়ারি বন্ধন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সেদিন অল্পের জন্য রক্ষা পান বাসচালকের সহকারী দেলোয়ার হোসেন। এ ঘটনায় পল্টন থানা–পুলিশের সাবেক উপপরিদর্শক রায়হানুল ইসলাম বাদী হয়ে বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলাটি তদন্ত করে পরের বছর ২০১৬ সালের ৪ মার্চ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এ মামলায় ২০১৯ সালের ১৩ নভেম্বর হাবিব উন নবী খান সোহেলসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে মামলার ১৪ সাক্ষীর মধ্যে মাত্র একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মামলার রায় ঘোষণা করে প্রত্যেক আসামিকে খালাস দিয়েছেন আদালত।