বিএনপির পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও বাবুল
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম
শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুল। ফাইল ছবি
বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ এবং কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পদের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুলের প্রাথমিক পদসহ বিএনপির সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে সব পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।