Logo
Logo
×

খেলা

আইপিএল

নারাইন ঝড়ে কলকাতার বড় জয়

Icon

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ১২:২৮ এএম

নারাইন ঝড়ে কলকাতার বড় জয়

ওপেনিংয়ে আসা সুনীল নারাইন করেছেন ৩৯ বলে ক্যারিয়ার-সর্বোচ্চ ৮৫ রান

আইপিএলের রেকর্ড ২৭৭ রানের স্কোর গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সপ্তাহখানেক পর সেটি ভাঙার খুব কাছে গিয়ে থামল কলকাতা নাইট রাইডার্স।

বিশাখাপট্টনমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেটে কলকাতা তুলেছে ২৭২ রান। আইপিএলের ইতিহাসে এখন এটিই দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এটি এখন সপ্তম সর্বোচ্চ স্কোর। 

ওপেনিংয়ে আসা সুনীল নারাইন করেছেন ৩৯ বলে ক্যারিয়ার-সর্বোচ্চ ৮৫ রান। ১৩তম ওভারে নারাইন থামার পরও কলকাতার ঝড় থামেনি। অঙ্গকৃষ রঘুবংশীর ২৭ বলে ৫৪ রানের সঙ্গে আন্দ্রে রাসেলের ১৯ বলে ৪১ ও রিংকু সিংয়ের ৮ বলে ২৬ রানের ইনিংসে নিজেদের সর্বোচ্চ স্কোর গড়ে কলকাতা। 

জবাব দিতে নেমে দিল্লী শুরু থেকে তেমন ভালো করেনি। মাঝ ইনিংসে পন্তের ২৫ বলে ৫৫ ও স্টাব্স এর ৩২ বলে ৫৪ ঝড়ের অভ্যাস দিলেও জয়ের জন্যে যথেষ্ট ছিলোনা। শেষ পর্যন্ত দিল্লীর ইনিংস ১৬৬ রানে থামলে কলকাতা ১০৬ রানের বড় জয় পায়। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন