Logo
Logo
×

খেলা

ফুটবল

রুদ্ধশ্বাস লড়াইয়ে রিয়াল-সিটির ড্র

Icon

খেলা ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ১২:২০ এএম

রুদ্ধশ্বাস লড়াইয়ে রিয়াল-সিটির ড্র

ভিনিসিয়ুস ও রদ্রিগোর উচ্ছ্বাস

রিয়াল মাদ্রিদ ৩ : ৩ ম্যানচেস্টার সিটি

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম ১৪ মিনিটে দেখা মিলেছে অবিশ্বাস্য এক ঝড়ের। যার রেশ ছিল ম্যাচের শেষ পর্যন্ত।

উত্তপ্ত এ লড়াইয়ে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিক রিয়াল। দ্বিতীয়ার্ধে ফিল ফোডেন জাদুতে সমতায় ফেরার পর সিটিকে দুর্দান্ত এক গোলে এগিয়ে দেন ইওস্কো গাভারদিওল। এরপর ঝিমিয়ে পড়া বার্নাব্যুকে মাতিয়ে তোলেন ফেদে ভালভের্দে। ৩-৩ গোলে সমতায় ফেরে রিয়াল। শেষ পর্যন্ত এ ফলেই শেষ হয়েছে ম্যাচটি।

১৭ এপ্রিল রাতে পরের লেগে রিয়ালকে আতিথ্য দেবে সিটি।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন