Logo
Logo
×

খেলা

ফুটবল

শিরোপা জয়ের পর আলোনসো, ‘এখনো সব পাওয়া হয়ে যায়নি’

Icon

খেলা ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০৪:০৫ পিএম

শিরোপা জয়ের পর আলোনসো, ‘এখনো সব পাওয়া হয়ে যায়নি’

কী উচ্ছ্বাসেই না ভেসে যাচ্ছে পুরো লেভারকুসেন শহর! এ শহরেরই ফুটবল ক্লাব বায়ার লেভারকুসেন, যারা নিজেদের ১২০ বছরের ইতিহাসে গতকালের আগে কখনো পায়নি জার্মান বুন্দেসলিগার স্বাদ, সেই লেভারকুসেনকেই ৫ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জিতিয়ে যেন ‘অমরত্ব’কেই আলিঙ্গন করেছেন দলটির স্প্যানিশ কোচ জাবি আলোনসো।

এরপর লেভারকুসেনের সমর্থক, খেলোয়াড়, কোচিং স্টাফ, শহরের সাধারণ মানুষ—সবাই ভাসছে আন্দে। এই আনন্দের মধ্যেই জাবি সবাইকে মনে করিয়ে দিয়েছেন, এখনো অবশিষ্ট কাজ আছে, সবকিছু পাওয়া হয়ে যায়নি।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আলোনসো যখন কথা বলছিলেন, হঠাৎই সংবাদ সম্মেলনকক্ষে ঢুকে পড়ে তাঁর খেলোয়াড়েরা। বিয়ারের ফোয়ারায় তাঁকে ভিজিয়ে দেন তাঁরা। বিয়ারে ভিজতে ভিজতেই জাবি বললেন, ‘এখনো সবকিছু পাওয়া হয়ে যায়নি। দেখব, আমরা কত দূর যেতে পারি। এটা ভেবে আমার খুব ভালো লাগছে।’ আরও সাফল্যের বিষয়টি মনে করিয়ে দিলেও আপাতত যা পেয়েছেন, সেটা তাঁর খেলোয়াড়দের উপভোগও করতে দিতে চান আলোনসো, ‘আমরা এখনো যা কিছু আছে, তা অর্জন করতে চাই। কিন্তু তা নিয়ে আমরা মঙ্গলবার ভাবতে পারি। আজ (গতকাল) এবং আগামীকাল (আজ) আমরা উদ্‌যাপন করতে চাই।’


আলোনসোর আগামীর অর্জন নিয়ে ভাবার কথা বলার কারণ আছে। বৃহস্পতিবার ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট হামের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি খেলবে লেভারকুসেন। সেই ম্যাচের প্রস্তুতি হয়তো মঙ্গলবার থেকেই নিতে শুরু করবে তারা। ওয়েস্ট হামের বিপক্ষে প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে জিতে সেমিফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে জাবির দল।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন