Logo
Logo
×

খেলা

বিপিএলে কোন দল কত টাকা খরচ করল ক্রিকেটারদের পেছনে

Icon

ঢাকা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০২:১৯ পিএম

বিপিএলে কোন দল কত টাকা খরচ করল ক্রিকেটারদের পেছনে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট আজ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দেশি-বিদেশি ক্রিকেটারদের এই ড্রাফট আয়োজিত হয়েছে। গতবারের মতো এবারও সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে বিপিএলে। কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হয়েছে, এ বছর যুক্ত হয়েছে নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি।

এবারের বিপিএলে একটি দল ড্রাফটে সর্বোচ্চ ৪ কোটি টাকা খরচ করতে পারবেন। তবে ড্রাফটের বাইরে থেকেও খেলোয়াড় সরাসরি চুক্তিতে দলে টানতে পারবেন ফ্র্যাঞ্চাইজিরা, যেখানে টাকার কোনো নির্দিষ্ট অংক থাকবে না।

সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি ক্রিকেটারদের যে মূল্যে ফ্র্যাঞ্চাইজিরা দলে ভেড়াবেন তাঁর পরিমাণ প্রায়ই অজানা থেকে যায়। অফিসিয়াল হিসেব থাকে শুধু ড্রাফট থেকে কেনা ক্রিকেটারদেরই।

বিপিএলের এবারের আসরে ড্রাফট শেষে কোন দল কত টাকা খরচ করল তা এক নজরে দেখা নেওয়া যাক।

চট্টগ্রাম কিংস

ড্রাফটের আগে এই ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছেন সাকিব আল হাসান, শরীফুল ইসলামকে। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে এই দুই ক্রিকেটার ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। যেখানে তাদের ভিত্তিমূল্য ছিল ৬০ লাখ টাকা। তবে যেহেতু এই দুজনকে সরাসরি চুক্তিতে চট্টগ্রাম নিয়েছে সেক্ষেত্রে টাকা অংক আরও বেশিও হতে পারে। এছাড়া সরাসরি চুক্তিতে দলটি বিদেশি ক্রিকেটারদের মধ্যে মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফের্নান্দোকে দলে নিয়েছেন। ড্রাফট থেকে মাত্র দুজন বিদেশি ক্রিকেটার দলে টেনেছে চট্টগ্রাম কিংস। বিপিএলের ড্রাফট শেষে ক্রিকেটারদের পেছনে প্রায় ২ কোটি ৫৬ লাখ টাকা খরচ করেছে চট্টগ্রাম কিংস।

দুর্বার রাজশাহী

নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি এবারের বিপিএলে ড্রাফট থেকে সবচেয়ে কম ক্রিকেটার দলে নিয়েছে। সরাসরি চুক্তিতে এনামুল হক বিজয়কে নিজেদের দলে নিয়েছে রাজশাহী। ড্রাফট থেকে দুর্বার রাজশাহী নিয়েছে ১২ জন ক্রিকেটার। ড্রাফট থেকে বড় তারকাদের মধ্যে তাসকিন আহমেদকে দলে টেনেছে রাজশাহী। বিপিএলের ড্রাফটে ক্রিকেটারদের পেছনে প্রায় ২ কোটি ৮৬ টাকা খরচ করেছে দুর্বার রাজশাহী।

খুলনা টাইগার্স

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে থেকেই সরাসরি চুক্তিতে একাধিক ক্রিকেটার দলে টেনেছে খুলনা। আফিফ-মিরাজদের নিয়ে সাজানো ফ্র্যাঞ্চাইজিটি ড্রাফট শেষে ১৫ জন ক্রিকেটার নিয়ে প্রায় ৪ কোটি ৮৭ লাখ টাকা খরচ করেছে।

সিলেট স্ট্রাইকার্স

ভিন্ন কারণে বিপিএলের সবচেয়ে আলোচিত দল সিলেট স্ট্রাইকার্স এবারও দলে নিয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। ড্রাফট থেকে ৪০ লাখ ভিত্তিমূল্যের মাশরাফিকে দলে টেনেছে সিলেট। তানজিম সাকিব-জাকের আলী অনিকদের নিয়ে সাজানো দলটি ড্রাফট শেষে ১৬ ক্রিকেটারের পেছনে প্রায় ৫ কোটি ৩ লাখ খরচ করেছে।

রংপুর রাইডার্স

আগের আসরের অধিনায়ক নুরুল হাসান সোহানেই এবারও আস্থা রেখেছে রংপুর রাইডার্স। শেখ মাহেদী-আলেক্স হেলসদের দলে টেনে ড্রাফট শেষে ১৬ জন ক্রিকেটার নিতে প্রায় ৩কোটি ২৮ লাখ খরচ করেছে রংপুর।

ফরচুন বরিশাল

গতবারের চ্যাম্পিয়ন বরিশাল এবারও দল গঠনে সবার থেকে এগিয়ে। তামিম, মুশফিক তো ছিলেনই, ড্রাফট থেকে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্রথমে ছেড়ে দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েছে তারা। ‘এ’ ক্যাটাগরির আরেক ক্রিএক্টার রিশাদ হোসেনকেও নিয়েছে তারা। ড্রাফট শেষে ২২ ক্রিকেটার দলে টানতে প্রায় ৬ কোটি ৮৭ লাখ টাকা খরচ করেছে বরিশাল।  

ঢাকা ক্যাপিটালস

নবাগত দলটি এবারের প্লেয়ার্স ড্রাফটে নজর কেড়েছে। লিটন-মোস্তাফিজদের দলে টেনে ১৬ জন ক্রিকেটার নিতে প্রায় ৪ কোটি ৪ লাখ টাকা খরচ করেছে। ড্রাফটের আগে সরাসরিতে চুক্তিতে যেসব ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিরা দলে টেনেছে সেই অংক প্রকাশ না করায় সবগুলো দলেরই মোট খরচের পরিমাণ আরও কয়েক কোটি টাকা বেশি হবে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন