Logo
Logo
×

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে পিন করা যাবে একাধিক চ্যাট

Icon

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০১:০৪ এএম

হোয়াটসঅ্যাপে পিন করা যাবে একাধিক চ্যাট

ব্যবহাকারীদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ। ছবি: পেক্সেলসের সৌজন্যে

ব্যবহাকারীদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে তিনটি চ্যাট পিন করে রাখা যায়। তবে শিগগিরই তিনের বেশি সংখ্যক চ্যাট ‘পিনড’ করার সুবিধা আনছে প্ল্যাটফর্মটি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, আপাতত এই ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউএ বেটাইনফোর মাধ্যমে জানা গেছে, হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ২.২৪.৬.১৫ ভার্সানে নতুন আপডেটে এই নতুন ফিচার যুক্ত হবে।

প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচার চালু হবে। তবে আগামীতে আইওএস ভার্সানেও এই ফিচার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ চ্যাট যেন ব্যবহারকারীরা সহজে খুঁজে পান এজন্যই চালু হতে চলেছে একাধিক চ্যাট পিন করে রাখার সুবিধা। তবে এই ফিচার সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কবে চালু হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হোয়াটসঅ্যাপে চ্যাট পিন করতে নির্দিষ্ট মেসেজ কিছুক্ষণ চেপে ধরে রেখে ওপরের দিকে থাকা পিন চিহ্নের অপশনটি সিলেক্ট করতে হবে। আনপিন করতে চাইলে আবার কিছুক্ষণ চেপে ধরে রেখে একইভাবে সিলেক্ট করলেই আর পিন থাকবে না।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন